ছোটদের কথা
ছোটদের কথা
আগমনীর আগমনে আনন্দ আর প্রাণ
পুজোর সাজে কচি বুড়ো,
ছাতিম শিউলির ঘ্রাণ।
বছর পরে মা আসছে
সাজো সাজো রব।
ওই ছেলেটা ওই মেয়েটা
হাসিখুশি সব।
মায়ের মুখে মিস্টি হাসি
বাপের বাড়ির উঠান,
কচিকাঁচা সবে মিলে
মেতেছে আজ প্রাণ।
যে ছেলেটা ওই যে দূরে
ম্লানমুখে আজ দাঁড়িয়ে,
তাকে আনন্দে সামিল করো
হাত দুখানি বাড়িয়ে।
ভালোবাসার মাঝেই আছে
সুখ শান্তি অপার।
কামনা আজ মায়ের কাছে
আনন্দে বুকটি ভরুক সবার।