ছোটদের কথা
ছোটদের কথা
শরৎ তোমার রূপের ছটা
সকল ঋতুর চেয়ে,
বাংলা দেশের ঘরে গো তাই
গরব তোমায় পেয়ে।
সাদা মেঘের ভেলায় ভাসে
মিষ্টি রোদের হাসি,
সবুজ ধানের মাতাল প্রাণে
তুমি বাজাও বাঁশি।
শিউলি গন্ধে ভরে বাতাস
দোলায় কাশের শাখা,
শরৎ তোমার মধুর মুখে
শীতল জ্যোৎস্না মাখা।
রূপ যে তোমার চিত্তহরা
অসীম আকাশ মাঝে,
ভরাও ভুবন সবুজ রঙে
উদাস বরণ সাজে॥