ছোটদের কথা
ছোটদের কথা
রঙ মেখে সে সঙ সেজেছে
জবজবে তেল গা’য় মেজেছে
দেখতে কেমন— ধুন্ধুমারি
খোস মেজাজে দিচেছ পাড়ি।
সেইখানে চার বকরি ছাগল
তাকে দেখেই ভাবলো পাগল
সঙটা যদি উঁচায় লাঠি
লাগবে সবার দাঁতকপাটি।
বললো না সে কাউকে কিছু
বাচ্চারা তার ছুটলো পিছু
সঙ বাবাজি চক্ষু নাচায়
ময়ূরপুচছ ধুতির কাছায়।
একটু পরে ভাটিয়ালি
গান ধরেছে বাংলা-পালি
সেই সুরে খুব গন্ধ ছোটে
আকাশ ভেঙে পড়শি জোটে।
তারপরে কী--জমজমাটি
খুশির হিরে ঝরছে খাঁটি
সঙ সেজে সে ঢঙ করেছে
ভর্তি পকেট, মন ভরেছে।