ছোটদের কথা
হোম
সূচি
বৃষ্টি গেছে থেমে
আকাশ হলো নীল
শিশির মাখা ঘাস
আলোয় ঝিমমিল।
বলাকা যায় উড়ে
শিউলি পড়ে ঝরে
উৎসব এলো বুঝি
খুশির ডিঙি চড়ে।
পদ্ম কাশ ফুল
ফুটেছে থরে থরে
শরৎরানী আসে
বাউল গান ধরে।
সবুজ ধান চারা
বাতাসে দোল খায়
নদীতে ঢেউ তুলে
সময় ভেসে যায়।