ছোটদের কথা
ছোটদের কথা
কেমন যেন হারিয়ে যাচেছ হা হা হো হো হাসি,
টাটকা বলে হচেছ পুজো যতেক ফুল বাসি
ভালোবাসা আলতো করে আলনায় তোলা
খলবলিয়ে নেচে মরে অবুঝ শিশু ভোলা।
আসল লেবেলে নকল মাল বিকোয় ভালো,
বিজ্ঞাপনে মুখ ঢাকা আসমুo হিমাচল,
মামা মাসির ডাক হারিয়ে সম্পর্কে ইতি
উড়িয়ে দিয়েছে কবে ইলেকট্রনিক্স গতি।
পদি পিসি বর্মী বাক্স, এক্কা দোক্কা গুটি,
হাত ধরা দাদুও পেয়ে গেছে ছুটি,
পড়ে না আজ ক্ষুদিরাম সূর্যসেনের ফাঁসি,
মাউস হাতে জব্বর খবর রাশি রাশি।
চারিদিকে ঘুরে বেড়ায় স্বাধীন বিলাসী
অন্তরে অন্তরে চলে রাবণ উল্লাসী।
চোরা স্রোতে ডুবে গেছে ‘তোমায় ভালোবাসি’
নিজ ভূমে হয়ে যাচেছ ভিটে হারা পরবাসী।