ছোটদের কথা
ছোটদের কথা
খোকা ঘুমুলো পাড়া জুড়ুলো বর্গি এল দেশে
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে--
নিত্য সাঁঝে গুনগুনিয়ে ঘুম পাড়ানি গান শুনিয়ে
মাথায় মুখে হাত বুলিয়ে ঘুম পাড়াতে চাও
ভাবছ খোকা নিরেট বোকা তাই কি ধোঁকা দাও?
পাল্টেছে দিন--পাল্টেছে দিন ভয় করিনা আর
বর্গি কেন আসবে দেশে খাজনা নিতে তার?
বন্ধু হয়ে আসুক না সে আদর করে ডাকব পাশে
অত্যাচারীর চোখ রাঙ্গানি সইব না তো আর!
বর্গি কেন, যেই না আসুক ধরব হাতিয়ার।
নতুন করে গড়ব এ দেশ চাষের জমি আর,
হাজার গুনে ফলবে ফসল হাসবে চারিধার।
শক্ত হাতে ধরব লাঙল নই তো মোরা নই ক্ষীণবল,
সবুজ ক্ষেতে ভরবে আঁখি ভরবে গোলা ধানে,
নতুন দিনের আমরা কিশোর পূর্ণ মোরা প্রাণে।
বুলবুলিদের শক্তি কোথায় করবে উজাড় ধান?
মিথ্যে কেন শোনাও মাগো ঘুম পাড়ানি গান।
ঘুমিয়ে থাকার সময় গেছে জেগে ওঠার দিন এসেছে,
কাজের মাঝে গড়তে হবে নতুন করে প্রাণ,
এবার আমায় শোনাও মা সেই ঘুম তাড়ানি গান।