ছোটদের কথা
ছোটদের কথা
সারারাত গাড়ি ছোটে ঝিক ঝিক ঝিক
চলল মামার বাড়ি বিজয় বণিক।
সঙ্গে আছেন দিদা, থুত্থুরে বুড়ি,
তাঁকে নিয়ে চলল সে জলপ্ইাগুড়ি।
প্রথম প্রহর রাত এল বোলপুর
ব্যাগের ভিতরে আছে খাবার প্রচুর।
নাতি-দিদিমায় খেল কতটুকু আর
বাকিটা রাখল নাতি চাখবে আবার।
দিদিমাকে করে দিল বিছানা বিজয়
উনি যদি পড়ে যান, এই তার ভয়।
সারারাত বসে বসে কাটানোর শেষে
পৌঁছলো সকালেই এন জে পি এসে।
আবার ছাড়ল গাড়ি হকার অনেক
পাঁউরুটি চানাচুর ওমলেট কেক।
দিদিমা খেলেন কফি, নাতি ঝালমুড়ি,
ততক্ষণে এসে গেছে জলপাইগুড়ি।