ছোটদের কথা
ছোটদের কথা
ভুতু বলে মাগো আমি
তোমার সোনা হই,
তাই তোমাকে একটা কথা
আদর করে কই।
সক্কালে আজ গাঁয়ের চেনা
মাটির পথটা ঘুরে,
নদীর ব্রিজ আর মাঠ পেরিয়ে
দীঘির গাঁয়ে দূরে,
যাবো আমি ওই যেখানে
শিব ম¨ির আছে,
ঠিক ওখানেই মামার বাড়ি
দাদু দিদার কাছে।
দাদু দিদার আদর খেয়ে
খুশি হ’য়ে প্রাণে,
দু’দিন পরেই আসবো ফিরে
তোমার স্নেহের টানে।