ছোটদের কথা
ছোটদের কথা
একটি মেয়ের কান্না খালি
ঠাকুমা ডাকেন— আন্নাকালী।
আন¨পুরে হাসিখুশি
বাঘের কুটুম মাসি পুষি।
ক্ষুদিরামের ভাই নিধিরাম
থাকেন তিনি পুরীধাম।
ফিরে এল যে হারাধন
চিলতে হাসি সারাক্ষণ।
নামের পরে আর এক নাম
শিব শংকর সীতারাম।
গোলাপ আছে সুগন্ধ নিয়ে
ঝগড়া লোপাট মায়ে ঝিয়ে।