ছোটদের কথা
ছোটদের কথা
ঢ্যাং কুড়াকুড়, ঢ্যাং কুড়াকুড়
কুড়ুর কুড়ুর তাক,
শুনছি যত, দেখছি যত
হচিছ যে অবাক।
হাওয়া লেগে নদীর ধারে
কাশফুলেরা দোলে,
মনে মনে আন¨ পাই
পুজোর সময় হলে।
ঢাকের বোলে তালে তালে
শরৎ নেচে ওঠে,
শিউলি, টগর, গন্ধরাজ
গাছের ডালে ফোটে।
প্যান্ডেলেতে গিয়ে দেখি
দুগ্গা মায়ের মুখ,
পাই না ভেবে আমি তাই
কী যে দারুণ সুখ।
আকাশ বাতাস জুড়ে ভাসে
আগমনীর সুর,
নতুন জামায় খোকা খুকু
খুশিতে ভরপুর।