ছোটদের কথা
হোম
সূচি
বঙ্কু খুড়োর নাতি,
মাথায় দিয়ে ছাতি,
বোসপুকুরে পশুর হাটে
কিনতে গেল হাতি।
হাতি তো নেই ঘোড়া,
তাই নিল পাঁচ জোড়া,
এসব কথা কাউকে যেন
বলিস না রে তোরা।