ছোটদের কথা
ছোটদের কথা
কেবলমাত্র ১৬ বছর পর্যন্ত গ্রাহক-গ্রাহিকা ও পাঠক-পাঠিকাদের জন্য
মহানগরীতে বাস করি আমি
থাকি যে বিরাট রাস্তায়,
যানবাহনেতে ভরা থাকে সেটা
কত লোক সদা চলে যায়।
আছে যে সেথায় বাস ও মটোর,
আছে যে অনেক ট্রাম
থাকত সেখানে যদি মাঠ,
হত যদি সেটা গ্রাম!
বড় বড় বাড়ী পাহাড়ের মত
একই সারিতে দাঁড়ায়ে
যেদিকে তাকাই সেদিকেই ধোঁয়া
শুধু ধোঁয়া আর ধোঁয়ারে।
কোলাহল আমি ভালবাসি নাকো
তবু আমি সেটা শুনে যাই
থাকবো গো বন বাড়ীর কাছেতে
এইটুকু শুধু আমি চাই
একটি জিনিসই ভাল লাগে হেথা
যা দেখি আমার আঁখিতে
সেটি হল ঐ মুক্ত আকাশ
যেখানে মিশেছে মাটিতে।
ভাল লাগে নাকো ধরাবাঁধা এই
শহুরে জীবনটাকে
কিন্তু এ কথা কেউ না শোনে
আমি বা শোনাব কাকে?
[Ivene Thompson রচিত
‘The Town Child’ অবলম্বনে’
ছোটদের কথা, দ্বিতীয় বর্ষ, ষষ্ঠ সংখ্যা, এপ্রিল ১৯৭৪ থেকে পুনর্মুদ্রিত।
সাগর মুখোপাধ্যায় এখন কবি এবং ছোটদের কথা’র সম্পাদকমণ্ডলীর সদস্য। তার সাফল্যে আমরা গর্বিত।