ছোটদের কথা
ছোটদের কথা
এসেছে শরৎ খুশির খবর
হাজির শরৎ রানি,
আমরা তাকে ভালোভাবেই
দুর্গা রূপেই জানি।
কাশফুলেরা দোলায় মাথা
শিউলি ছড়ায় ঘ্রাণ,
দুর্গা মায়ের আগমনে
জুড়োয় সবার প্রাণ।
এসো সবাই প্রণাম করি
ধরে মায়ের চরণ,
ভক্তি ভরে মাকে ডেকে
করবো সবাই বরণ।
ঢাকের বোলে ঢ্যাই কুড়া কুড়
বাজল কাঁসর ঘণ্টা,
পুজোর ক’দিন আন¨েতে
থাকবে ভরে মনটা!