ছোটদের কথা
ছোটদের কথা
আমি এপার-ওপার জানি,
সেতো একই নদীর দু’কূল ছোঁয়া
জীবন দিয়ে মানি।
জানি, এপারে যে সূর্য ওঠে
ওপারে তার আলো,
দেখি, চাঁদ উঠেছে নদীর ওপার
এপার ঝলো-মলো।
চক্ষু দু’টি, তাই বলে কি
দেখি দু’টি শোভা?
জানি দু’চোখ জুড়ে একই দৃশ্য
অরুণ আলোর প্রভা।
এবার, ভাগের আগে মনটা খুলে
আকাশে চোখ তোলো,
এপার ওপার-ভাগাভাগির
দ্ব¨µ ঘুচে গেলো।
দেখি-অসীম আকাশ নীল,
উড়ছি অভাগ মুক্ত ডানায়
শুভ্র শঙ্খচিল।