ছোটদের কথা
ছোটদের কথা
কেবলমাত্র ১৬ বছর পর্যন্ত গ্রাহক-গ্রাহিকা ও পাঠক-পাঠিকাদের জন্য
সকালে স্কুল বিকেলে টিউশন
ভবিষ্যতের ভীষণ টেনশন
কড়া কড়া ফরমূলায়
আমাদের জীবন বৃথা যায়।
সাফল্যের চাবিকাঠির জন্য
ভাসিয়ে দিয়েছি সব আনন্দ।
ছোট্ট মনের অন্ধকার কোণে
এখন শুধুই নিরানন্দ।
হারিয়ে যাচেছ ক্রমশ
মাঠ ঘাঠ আর গলির মোড়
আমরা আবার হতে চাই
লুকোচুরি খেলার চোর।
চাই না হতে বঞ্চিত
শৈশবের থেকে,
ফিরিয়ে দাও আমাদের সেই
ছেলেবেলাটাকে।