ছোটদের কথা
ছোটদের কথা
পুজো সাজে ফুলে-ফুলে
শিশু সাজে মনে,
তাইতো দুর্গা হয়ে ওঠে
ছোটর আপনজনে।
ওদের কথা শোনে সবই
ওদের দিকে চেয়ে,
এই ছোটরা মা’য়ে তখন
দুর্গাকে যায় পেয়ে।
ছোটরা সব অবুঝ পুজোয়
কিন্তু ওঠে ভোরে,
ডাকে ভোরের শিউলি সুবাস
ফুল রয়েছে ঝ’রে।
শিশির মাখা শিউলি ফুলে
ফ্রকের কোঁচড় ভেজে,
দুর্গা বলল— ও মেয়ে তোর
মনে নিলাম সেজে।
দুর্গা এমন নানান কথা
ছোটদেরই বলে,
রাতের ঘুমে ছোটর স্বপ্নে
দুর্গা সাথে চলে।