ছোটদের কথা
ছোটদের কথা
ঝাড়ে ঝাড়ে ঘোরে বাঘ
শোনা যায় বটে,
একটিরও টিকি চোখে
পড়ল না মোটে।
ঘড়িয়াল খুঁজে খুঁজে
কেন্ নদী-জলে,
শেষকালে সারবুঝ
ঠকা কাকে বলে।
তবে, কেন্ নদী আঁকা
ছবিটির মতো,
মেলে ধরে অপরূপ
শোভা তার যত।
আর, উঁচু ঘাসে ঢাকা
পান্নার বনে,
ভয়ের বালাই নেই
হরিণের মনে।