ছোটদের কথা
ছোটদের কথা
আঁকল খোকা ঝড়ের ছবি
ছড়িয়ে দিল গান,
গানের তালেই ঝরল খুশি
নাচল খোকার প্রাণ।
আঁকল খোকা নদীর মায়া
ছড়িয়ে দিল ভাষা,
খোকার লেখায় ঝরল আলো
জীবনের ভালোবাসা।
আঁকল খোকা মাটির ছবি
ছড়িয়ে দিল সুখ,
সুখের তানেই ঝরল খুশি
ভরল খোকার বুক।
আঁকল খোকা প্রীতির মায়া
ছড়িয়ে দিল কথা,
খোকার লেখায় ঝরল আলো
প্রভাতের আকুলতা।