ছোটদের কথা
ছোটদের কথা
পুজোর বাঁশি বাজল মানেই
রামধনু রঙ আকাশ,
বলল ওরে কোথায় আছিস
ধরা দে রে বাতাস।
আকাশ পাড়ে ছোটো মেঘ
বেশ ঘুমিয়ে আছে,
ওদের ঘুম দে ভাঙিয়ে
একটু আয়রে কাছে।
পুজোর বাঁশি বাজল বলে
সাজল ফুলের বন,
মৌমাছিদের আনাগোনা
হবে যে এখন।
প্রজাপতি ফুলের উপর
মেললো রঙীন পাখা,
সবুজ সবুজ ঘাস মাদুরে
বাগানটা যে ঢাকা।
পুজোর বাঁশি বাজলো মানেই
তাক দুমাদুম দুম
আকাশ পাড়ে মেঘছানাদের
আন¨েরই ধুম,
ঘাসের মাথায় শিশির যেন
হীরে কুচি ঝরে,
পুজোর গন্ধে আকাশ, বাতাস
স্বপ্ন মেলে ধরে।