ছোটদের কথা
হোম
সূচি
বন্ধু মানে বাঁধনহারা,
সুখ-দুঃখের গল্প।
বন্ধু মানে মন খারাপের ভাগাভাগি,
ঝগড়াঝাঁটি অল্প।
দীর্ঘ পথ হয় ছোটো,
সঠিক বন্ধু পেলে।
মাঝে রাস্তায় যাবে না সে,
তোমায় একা ফেলে।