ছোটদের কথা
ছোটদের কথা
কখনো ঠিক হঠাৎ করে
ইলশেগুঁড়ি নামে,
স্নিগ্ধা মনি বার্তা খোঁজে
শুভ্র নীলের খামে।
ছাদ বাগানে ফুলের কলি
ঠোঁট রাঙিয়ে হাসে,
আয়েসে খুব ছোঁয়া দিতে
ইলশেগুঁড়ি আসে।
মিষ্টি পায়ে দৌড়ে গিয়ে
খুশির ভেলায় ওঠে,
ইলশেগুঁড়ির পরশ পেয়ে
মন পুলকে ছোটে।
আদর ঢালে সোহাগ ঝরে
প্রাণটা কাড়ে নৃত্যে,
ইলশেগুঁড়ির ফোটা দেখে
বাজনা বাজে চিত্তে।