ছোটদের কথা
ছোটদের কথা
দিনরাত ভাবাভাবি
কেউ বলে হাবিজাবি
ভেবে আর
হবে কার
উপকার বলবে?
অতশত জানা নেই
ভাবতে তো মানা নেই
কাজ হোক
নাই হোক
তবু ভাবা চলবে।
ঠিক আছে তাই হোক
খোলা রেখে দুই চোখ
হাঁটাহাটি
খুঁটিনাটি
সব দিক সামলে।
পথ ছোটে এঁকেবেঁকে
কেউ বুঝি যায় ডেকে
ওঠে ঝড়
আসে জ্বর
দোষ নেই থামলে।
করব কী ভেবে যাই
ঠিকানার খোঁজ চাই
খুনসুটি
গুটিগুটি
মেঘ নামে জাঁকিয়ে।
ওরে ভাই পাল তোল
ভাবনারা খায় দোল
কারা এসে
ভালোবেসে
আলো দেয় মাখিয়ে।