ছোটদের কথা
ছোটদের কথা
মাঠের সবুজ ঘাসে রোজই
হয় না কোনো ভুল,
ময়না দোয়েল শালিক আসে
আসে যে বুলবুল।
পড়ালেখা যেমন চলে
তেমনি চলে গান,
কোকিল দাদা এসব দেখে
অবাক হয়ে যান।
খুটুর-খুটুর-খিলি-খিলি
আড্ডাও হয় কত,
আড়ি ও ভাব করে সবাই
ঠিক তোমাদের মতো।
ভোর না হতেই সবুজ মাঠে
হয় না কোনও ভুল,
দোয়েল-শালিক-পাপিয়াদের
বসে যে ইশকুল।