ছোটদের কথা
ছোটদের কথা
উৎসব মানে, উৎপাত নয়,
উৎসব মানে, খুশি,
উৎসব মানে, গাছে ফোটা ফুল,
মৌ-মৌ মৌটুসি।
উৎসব মানে, দুর্যোগ কেটে
সুখের সূর্যোদয়,
উৎসব দেয় সরিয়ে-বিপদ—
আপদ এবং ভয়।
উৎসব এলে সব ভুলে গিয়ে
মহা-আনন্দে মাতি,
পূজা-অঙ্গনে মিলে যায় পাশে
নতুন সঙ্গী-সাথী।
উৎসব মানে আরেক জীবন,
অভাব যেখানে দূরে,
দিনগুলো কাটে সব-ভোলানোর
গানের মিষ্টি সুরে।
কাজগুলোকেও উৎসব ভেবে
যদি নিতে পারি ডেকে,
রোজই মাতব পূজা-উৎসবে
খুশির বাতাস মেখে।