ছোটদের কথা
ছোটদের কথা
সন্ধ্যা নামে পূর্ণিমা চাঁদ
হাসে আকাশ জুড়ে,
প্রদীপ জ্বলে তুলসি তলায়
শাঁখ বাজে ওই সুরে।
পিয়াল শাখে হাওয়ার দোলা
বউ কথা কও ডাকে,
চাঁদের আলো মাটির বুকে
আল্পনা ওই আঁকে।
শিশু ঘুমায় মায়ের কোলে
রাত পরীরা জাগে,
চাঁদের আলোয় জ্যোৎস্না ঝরে
খুশির অনুরাগে।