ছোটদের কথা
ছোটদের কথা
ইßুñলে পড়া নাই
কলে নাই জল,
পেট খালি, খিদে নাই
গাছে নাই ফল!
রাস্তায় ধান পোঁতা
মাছ চলে ঘরে,
শহরে নৌকো ভাসে
মেঘ ভেঙে পড়ে!
বাতাসেও টাকা ওড়ে
সাধু খাটে জেল,
মেধা সব চুরি যায়
ভালো লিখে ফেল!
ডাক্তারও ভুয়ো হয়
অফিসারও ভুয়ো,
পাতালেও রেল চলে
বুকে খুঁড়ে কুয়ো!