ছোটদের কথা
ছোটদের কথা
শরৎ আলোয় আকাশ ঢেকেছে
বর্ষা গিয়েছে সরে
এমন দৃশ্য ছোট্ট সৃজিতা
চেয়েছিল কত করে।
তাই না সে রোজ খাতার পাতায়
থরেথরে মেঘ এঁকে
লালচে রঙের নানা কারুকাজে
দিয়েছে যত্নে ঢেকে।
শিউলি মাথায় ভরিয়ে তুলেছে
শতশত ফুলরাশি
যেমন করে খোঁপা বাঁধে সেই
ফুল্লরা’দির মাসি।
ßুñল থেকে ফিরে ছোট্ট সৃজিতা
বলেছিল তার মা’কে
পুজোর সময় ট্যুরে যাওয়া নয়
গ্রামে যেন তারা থাকে।
ঋতুর রানী এলে বুঝি তার
যত খুশি খুঁজে পাওয়া
শারদ-মায়ের অঞ্জলি দিয়ে
আশিসটুকু চাওয়া।