ছোটদের কথা
ছোটদের কথা
সবচেয়ে প্রিয় ফুল
আশ্বিন মাসে
শিশিরে স্নান করে
রোদ্দুরে হাসে।
সাদা সাদা ছোপ লাগে
সবুজের দেশে,
মেঘেরাও আঁকে ছবি
দুর নীলাকাশে।
শিউলিরা ঝরে পড়ে,
কাশবন দোলে,
মৃদু মৃদু ঢেউ খেলে
ভরা খালবিলে।
আগমনী সুর বাজে
আকাশে বাতাসে,
কৈলাশ থেকে উমা
ওই বুঝি আসে!
খড় মাটি লাগে ধীরে
কাঠামোর গায়,
সোনা রং রোদ বলে
আয় উমা আয়।