ছোটোদের কথা
ছোটোদের কথা
গাছ বলে হেঁটে যাব
মাছ বলে দৌড়ে
পাখি বলে পাখা মেলে
উড়ে যাব গৌড়ে।
নদী বলে শুয়ে আছি
বুকে নিয়ে ঢেউটি
নিজে এলে নিতে পারো
পাঠিও না ফেউটি।
মিটি মিটি জ্বলে তারা
তারা ডুবে আঁধারে
পড়া চাই ঠিকঠাক
বলেছেন ফাদারে।
বন বলে পাখি সব
একসাথে ধর গান
শিউলিরা জোছনায়
মাঝরাত করে স্নান।
কাশফুল নেচে উঠে
বাতাসের ছন্দে
পুজো এলে মন প্রাণ
নাচে কী আনন্দে।